সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ কার্যক্রমে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ খ্রিঃ
জাতীয় মহিলা সংস্থা,গৌরনদী উপজেলা কার্যালয় কর্তৃক পরিচালিত ‘‘সেলাই ও এমব্রয়ডারী” প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় মার্চ ২০২২ খ্রি: মাস হইতে জুন ২০২২ খ্রি : পর্যন্ত ০৪ (চার) মাস মেয়াদী কোর্সে ‘‘সেলাই ও এমব্রয়ডারী” প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী (শুধুমাত্র মহিলাদের ) ভর্তির আবেদন করা যাচ্ছে।
ভর্তির শর্তাবলী
০১। ভর্তি ফরম অত্র কার্যালয় থেকে সরবারহ করা হবে।
০২। ভর্তির ফরম আগামী ৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রি: হতি ২০ ফেব্রুয়ারী ২০২২ খ্রি: পর্যন্ত অফিস চলাকালীন সময় সরবারহ ও জমা নেওয়া হবে এবং আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২২ খ্রি: সকাল ১১.৩০ ঘটিকার প্রাপ্ত আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ছাত্রীদের নামের তালিক নোটিশ বোর্ড ও উক্ত ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
০৩। বাছাইকৃত ৩০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে আগামী ০১ মার্চ ২০২২ খ্রি: তারিখ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।
০৪। শিক্ষাগত যোগ্যতা নন্যৃতম ৮ম শ্রেনী পাশ এবং বয়স নূন্যতম১৮ হতে ৪৫ বছর হতে হবে।
০৫। আবেদনকারীকে প্রশিক্ষণে ভর্তির ফরম এর চাহিত কাগজ পত্রাদি: (১) পাসপোর্ট সাইজের ছবি ০২ কপি। (২) জাতীয় পরিচয় পত্র (NID)সহ কার্ডের ফটোকপি (৩) নাগরিকত্বের সনদ পত্র (৪)শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র (৫) সকল কাগজ পত্র সত্যায়িত হতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূলকপি দেখাতে হবে।
বিশেষ সুবিধা
০৬। প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০/- ( একশত) টাকা হাবে প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণ শেষে সনদ পত্র প্রদান করা হবে।
০৭। জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী কার্যালয় কর্তৃক পরিচালিত মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচীর আওতায় অগ্রাধীকার ভিক্তিতে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।
বিদ্র: ভর্তি ফরমে উল্লেখিত তথ্য ও কাগজ পত্রাদি অসম্পুর্ন বা ত্রুটিপূর্ন হলে সরাসরি আবেদন বাতিল করা হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাইয়ের ক্ষেত্রে কর্র্তপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
স্বাক্ষরিত/-
( সৈয়দ মনিরুননাহার মেরী)
চেয়ারম্যান
জাতীয় মহিলা সংস্থা
গৌরনদী উপজেলা কার্যালয়,গৌরনদী ,বরিশা?ল।